ঢাকা, শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
logo

চিকিৎসা সেবার জন্য জরুরি নম্বর খুলেছে র‌্যাব : বিশ্ব ইজতেমা


NewsPaper   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ১০:২৪ পিএম

চিকিৎসা সেবার জন্য জরুরি নম্বর খুলেছে র‌্যাব : বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমায় টঙ্গীতে আগত মুসল্লিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরি ফোন নম্বর চালু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব ভক্তদের চিকিৎসা সেবা পেতে +৮৮০১৭৭৭৭২০০৪৫ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
শুক্রবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিরাপত্তার বিষয়টির পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় র‌্যাব একটি মেডিকেল সেন্টার স্থাপন করেছে, যাতে সারা বিশ্বের মুসল্লিদের চিকিৎসা সেবা দেওয়া যায়।
র‌্যাবের এই কর্মকর্তা জানান, মুসল্লিদের প্রাথমিক চিকিৎসাসহ গুরুতর রোগীদের চিকিৎসার জন্য বহনযোগ্য অক্সিজেন, নেবুলাইজারসহ অন্যান্য চিকিৎসা সেবা রাখা হয়েছে।
তিনি বলেন, জরুরী প্রয়োজনে ইজতেমা এলাকার মেডিকেল সেন্টারে র‌্যাবের অ্যাম্বুলেন্স সার্ভিসও প্রস্তুত রাখা হয়েছে। মাহমুদ হোসেন অপু/ঢাকা ট্রিবিউন
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ অংশ নেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
চলতি বছরের ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।
গত দুই দিন বিশ্ব ইজতেমার মাঠে অবস্থানরত মুসল্লিরা ঠান্ডা ও দূষণের কারণে ডায়রিয়া, হাঁপানি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন।
তাদের অনেককে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং ইজতেমা মাঠের পাশের বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বিকেল পর্যন্ত হাসপাতালে ১ হাজার ৩১৩ জন মুসল্লিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন বিদেশিসহ ১০ জনকে ভর্তি করা হয়েছে এবং তিনজনকে ঢাকায় রেফার করা হয়েছে।